অনানুষ্ঠানিক সভার আহবান

আসসালামু আলাইকুম,
আগামী ১৩ মে ২০১৬, রোজ শুক্রবার, সকাল সাড়ে ৯ টায় আমরা রোটারী স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে একটি অনানুষ্ঠানিক আড্ডায় বসতে চাই। আমাদের ফোরামের কাজ আমরা কিভাবে করব এবং আমাদের ফোরামের নীতিমালা কি হবে সে বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপনাদের সকলের সরব উপস্থিতি কামনা করছি। যে কোন প্রয়োজনে আমাকে এসএমএস করুন ০১৮৭৬৩৩৮২৭১ নম্বরে।

স্বাগতম

আসসালামু আলাইকুম। রোটারী স্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই ফোরামে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা মূলত আমাদের মতামত প্রকাশের একটি সাধারণ মাধ্যম হিসেবে কাজ করতে পারে। আমরা চেষ্টা করব আমাদের এই ব্লগটি যেন সৃজনশীল এবং অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যেতে পারে।

২০১৫ সনের এসএসসি পরীক্ষার রুটিন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

ঢাকা/ রাজশাহী/ যশোর/ কুমিল্লা/ চট্টগ্রাম/ সিলেট/ বরিশাল/ দিনাজপুর
২০১৫ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

বিষয় ও সময়
সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত
বিষয় কোড তারিখ ও দিন বিষয় ও সময়
বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত
বিষয় কোড
১। বাংলা (আবশ্যিক) – ১ম পত্র
২। সহজ বাংলা – ১ম পত্র
৩। বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি – ১ম পত্র
১০১
১০৩
১০৫
০২/০২/২০১৫
সোমবার
× ×
১। বাংলা (আবশ্যিক) – ২য় পত্র
২। সহজ বাংলা – ২য় পত্র
৩। বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি – ২য় পত্র
১০২
১০৪
১০৬
০৪/০২/২০১৫
বুধবার
× ×
১। ইংরেজি (আবশ্যিক) – ১ম পত্র ১০৭ ০৮/০২/২০১৫
রবিবার
× ×
১। ইংরেজি (আবশ্যিক) – ২য় পত্র ১০৮ ১০/০২/২০১৫
মঙ্গলবার
× ×
১। ইসলাম ও নৈতিক শিক্ষা/ ইসলাম শিক্ষা
২। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/ হিন্দু ধর্ম শিক্ষা
৩। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/ বৌদ্ধ ধর্ম শিক্ষা
৪। খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/ খ্রিস্ট ধর্ম শিক্ষা
১১১
১১২
১১৩
১১৪
১২/০২/২০১৫
বৃহস্পতিবার
× ×
১। গণিত (আবশ্যিক) ১০৯ ১৫/০২/২০১৫
রবিবার
× ×
১। পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)
২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩। ইতিহাস
৪। ফিন্যান্স ও ব্যাংকিং
৫। ব্যবসায় পরিচিতি
১৩৬
১৫৩
১৩৯
১৫২
১৪২
১৮/০২/২০১৫
বুধবার
× ×
১। রসায়ন (তত্ত্বীয়)
২। পৌরনীতি ও নাগরিকতা/ পৌরনীতি
৩। ব্যবসায় উদ্যোগ
১৩৭
১৪০
১৪৩
২২/০২/২০১৫
রবিবার
× ×
১। ভুগোল ও পরিবেশ/ ভূগোল
২। বাণিজ্যিক ভূগোল
১১০
১৪৪
২৪/০২/২০১৫
মঙ্গলবার
× ×
১। উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১২৬ ২৬/০২/২০১৫
বৃহস্পতিবার
× ×
১। বিজ্ঞান/ সাধারণ বিজ্ঞান
২। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
৩। সামাজিক বিজ্ঞান
১২৭
১৫০
১৪৫
০১/০৩/২০১৫
রবিবার
× ×
১। জীব বিজ্ঞান (তত্ত্বীয়)
২। অর্থনীতি
১৩৮
১৪১
০৩/০৩/২০১৫
মঙ্গলবার
× ×
১। বাংলা ভাষা ও সাহিত্য
২। ইংরেজি ভাষা ও সাহিত্য
৩। গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়)
৪। গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়)
৫। কৃষি শিক্ষা (তত্ত্বীয়)
৬। সঙ্গীত (তত্ত্বীয়)
১১৯
১২০
১৫১
১২৯
১৩৪
১৪৯
০৪/০৩/২০১৫
বুধবার
১। আরবি
২। সংস্কৃত
৩। পালি
৪। কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়)
৫। কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়)
৬। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়)
৭। বেসিক ট্রেড (তত্ত্বীয়)
৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়)
১২১
১২৩
১২৪
১৩০
১৩১
১৩৩
১৩৫
১৪৮
১। হিসাব বিজ্ঞান ১৪৬ ০৮/০৩/২০১৫
রবিবার
× ×
১। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ১৪৭ ১০/০৩/২০১৫
মঙ্গলবার
× ×

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

বিষয় বিষয় কোড তারিখ ও দিন সময় স্থান মন্তব্য
১। সঙ্গীত ১৪৯ ১১/০৩/২০১৫
বুধবার
সকাল ১০ টা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর/ স্ব স্ব কেন্দ্র ১। সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, তবলাবাদক ও সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ০৯.৩০ মিনিটের মধ্যে বোর্ডে/ কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২। বেসিক ট্রেড (১৩৫) সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১২/০৩/২০১৫ বৃহস্পতিবার হতে ১৬/0৩/২০১৫ সোমবার পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ২৩/০৩/২০১৫ সোমবার তারিখের মধ্যে হাতে হাতে ওএমআর ফরম এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।) প্রতিদিন সকাল ১০টা হতে পরীক্ষা শুরু হবে। স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। (যে কেন্দ্র বা ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে।) ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।

বিশেষ নির্দেশাবলি:
১। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
২। প্রথমে সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়) ও পরে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে ১০ (দশ) মিনিট সময়ের ব্যবধান থাকবে।
৩। পরীক্ষার্থীগত তাদের প্রবেশপত্র তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে।
৪। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৫। পরীক্ষার্থীকে সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।
৬। প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/ বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৭। কোন পরীক্ষার্থীর পরীক্ষা [সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক] নিজ বিদ্যালয়ে/ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।
৮। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
৯। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
১০। সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১১। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কেবলমাত্র বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১২। পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

কিভাবে এই ‍ওয়েবসাইটে পোস্ট দিবেন?

ওয়ার্ডপ্রেস ব্যবহার করা খুবই সহজ। নিচের ভিডিওটি দেখলে সহজেই বুঝতে পারবেন। নতুন একটি পোস্ট কিভাবে করতে হয় এবং কিভাবে ছবি যোগ করতে হয় তা জানতে হলে এই ভিডিওটি দেখুন। নিচের ভিডিওটি মূলত ইন্সস্টল করার পর ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইটের উদাহরণ। এ কারণে এখানে কিছু অপশন যেমন, প্লাসইনস, থিম এডিটর অপশনগুলো আপনারা দেখতে পাবেন না। আর কন্ট্রিবিউটর হিসেবে নিবন্ধিত হলে আপনাদের জন্য কিছু অপশন নিয়ন্ত্রিত থাকবে যার কারণে আপনি ওয়েবসাইটটির ডিজাইন পরিবর্তন করতে পারবেন না। আরও কোন কিছু জানার থাকলে এই পোস্টে মন্তব্য করুন।